রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনা হল কেন্দ্রীয় সরকার দ্বারা পরিচালিত একটি কৃষি উন্নয়নমূলক প্রকল্প রাষ্ট্রীয় কৃষি বিকাশ বিকাশ যোজনার মূল লক্ষ্য হলো ভারতবর্ষে কৃষিকাজকে অর্থনীতির মূল কান্ডারী রূপে তুলে ধরা এবং কৃষিকাজে কৃষকদের বিভিন্ন রকম ভাবে সাহায্য করা।
রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনা চালু করা হয়েছিল ২০০৭ থেকে ২০০৮ সাল নাগাদ এবং এই যোজনা চালু করেছিল কেন্দ্রীয় সরকারের কৃষি উন্নয়ন দপ্তর।
রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনার উদ্দেশ্য | রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনা (RKVY) | Rashtriya Krishi Vikash Yojana (RKVY) in Bengali 2024 Purpose
- কৃষি কাজে বিনিয়োগ বাড়ানো।
- কৃষকদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলা।
- কৃষিকাজে সাসটেইনেবল ডেভলপমেন্ট ঘটানো।
- অর্গানিক ফার্মিং- এর বৃদ্ধি ঘটানো।
- কৃষি থেকে 4 শতাংশ বার্ষিক মুনাফা অর্জন করা।
পশ্চিমবঙ্গে রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনা | West Bengal Rashtriya Krishi Vikash Yojana (RKVY)
পশ্চিমবঙ্গে ২০০৭ সালে রাষ্ট্রীয় কৃষি বিকাশ বিকাশ যোজনার সূচনা হয়। পশ্চিমবঙ্গে কৃষির উন্নতির জন্য এবং কৃষকদের বিভিন্নভাবে সাহায্য করার জন্য কেন্দ্রীয় সরকার এই প্রকল্পের সূচনা করে।
কি কি সুবিধা পাওয়া যায়?
- উন্নত মানের বীজ উৎপাদন ও বীজশোধনের মাধ্যমে রোগ প্রতিরোধ সম্প্রসারণ।
- উৎপাদিত ফসলের গুণগত মান বাড়ানো এবং সঠিক সংরক্ষণ ব্যবস্থা গড়ে তোলা।
- কৃষি যান্ত্রিকীকরণের মাধ্যমে উন্নত মানের এবং সময়ে চাষ এবং উন্নত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কৃষি উন্নয়ন ঘটানো।
রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনার দ্বারা পরিকাঠামগত উন্নয়ন
- সরকারি খামার, কৃষিবিজ্ঞান কেন্দ্র এবং বিশ্ববিদ্যালয়ের খামারগুলির উন্নয়ন।
- কৃষি বিপণন, পরিবহন এবং সংরক্ষণ ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে সমবায়গুলিকে সহায়তা দান।
- কৃষি উৎপাদক সংগঠনগুলিকে সহায়তা দান।
- জল ও কৃষি সংরক্ষন।
রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনা মূল উদ্দেশ্য হলো কৃষকদের আর্থিকভাবে সাহায্য দান করা। এই প্রকল্পের দ্বারা নির্ধারিত অর্থের ১০ শতাংশ অর্থ প্রাকৃতিক দুর্যোগের দ্বারা বিপর্যস্ত চাষীদের সাহায্যে প্রদান করা হয়।
কে বা কারা সাহায্য পাবে?
সাধারণ কৃষক, বীজ উৎপাদনকারী খামার, কৃষি উন্নয়নের সঙ্গে যুক্ত সংগঠন ও সমবায় সংস্থা গুলি রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনার মাধ্যমে বিভিন্ন রকম সাহায্য পেয়ে থাকে।
সাহায্যের জন্য কোথায় যোগাযোগ করবেন?
ব্লকের সহকৃষি অধিকর্তা মহকুমা সহকৃষি অধিকর্তা এবং জেলার উপকূষি অধিকর্তা এর অফিসে সাহায্যের জন্য যোগাযোগ করতে পারেন। কৃষি প্রযুক্তি সহায়ক ও আত্ম প্রকল্পের ব্লক প্রযুক্তি ম্যানেজারের সাথে যোগাযোগ করতে পারেন তারাও রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনার ব্যাপারে আপনাকে সাহায্য করতে পারেবে।